পিসি দ্রুত রাখতে ৪ টি কার্যকরি টিপস!

কম্পিউটার দ্রুত রাখতে



দেখা যায় পিসিতে ইন্সটল্‌ড সফটওয়্যার এর সংখ্যা বেড়ে গেলেই এর ক্ষমতা কমে যায়। তাই আজ উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ৪টি টিপস নিয়ে আলোচনা করা হবে। দেরি না করে পিসি অন করে পোস্টটি পড়তে পড়তেই কাজ করে ফেলুন।


  1. স্টার্ট আপ প্রোগ্রাম ডিজেবল করুনঃ স্টার্ট আপ প্রোগ্রাম সেগুলোই যেগুলো পিসি চালু হবার সাথে সাথেই চালু হয়ে যায়। মুলত শুরুর থেকেই কাজ করার জন্য এগুলো স্টার্ট আপ প্রোগ্রাম। কিছু অ্যাপস রয়েছে যেগুলোকে স্টার্ট আপ সেকশন থেকে কেটে দিলেও তেমন কোন সমস্যা হয় না। যেমনঃ ফ্রেমওয়ার্ক আপডেট কিংবা অন্যান্য আপডেটার অ্যাপস। তো এর জন্য প্রথমে কিবোর্ড থেকে Ctrl + Shift + Esc বাটন একসাথে চাপুন। টাস্ক ম্যানেজার ওপেন হবে। 
    এবার এখান থেকে "Startup" ট্যাবে ক্লিক করুন। এবার এখান থেকে যেসব প্রোগ্রাম অপেক্ষাকৃত কম গুরুত্বপুর্ণ সেগুলো ডিসেবল করে দিন। 


  2. টেম্পোরারি ফোল্ডার থেকে ফাইল ক্লিন করুনঃ কীবোর্ড থেকে Windows + R বাটন চেপে %temp% লিখে এন্টার বাটন চাপুন। একটি ফোল্ডার আসবে এবার এখানে থাকা অবস্থায় Ctrl + A বাটন চেপে সবগুলো ফাইল সিলেক্ট করে Shift + Del বাটনে চেপে ডিলিট করে দিন। এতে আপনার পিসির স্টোরেজ ও কিছুটা ফাঁকা হবে এবং গতিও বৃদ্ধি পাবে।


  3. ভিজ্যুয়াল ইফেক্টস কমিয়ে ফেলুনঃ ডেস্কটপ থেকে "This PC"/"My Computer" আইকনে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন
    এবার উইন্ডোটির বাম পাশে থাকা "Advanced System Settings" এ ক্লিক করে "Performance" গ্রুপ বক্স থেকে "Settings..." এ ক্লিক করুন । 
    এবার এখান থেকে "Adjust for best performance" এ ক্লিক করে "OK" বাটনে ক্লিক করুন।


  4. Mem Optimizer ব্যবহার করুনঃ Mem Optimizer মুলত কোডপত্র-র একটি অ্যাপ। এর কাজ হলো পিসির র‍্যাম কে ফ্লাশ করে দেয়া অর্থাৎ কোন ব্যকগ্রাউন্ড অ্যাপ যদি অতিরিক্ত র‍্যাম ব্যবহার করে থাকে তাহলে সেগুলো ফাঁকা করে দেয়া। এখান থেকে Mem Optimizer ডাউনলোড করে ডেস্কটপে রেখে দিন ব্যস যখন প্রয়োজন হবে ওপেন করে Optimize বাটনে ক্লিক করুন । 
    MEM Optimizer Download
    mem optimizer

0 মন্তব্যসমূহ