রুট কি ? অ্যান্ড্রয়েড রুটিং সম্পর্কে বিস্তারিত।


অ্যান্ড্রোয়েড রুট

রুট নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। আসলে রুট; বিশেষ করে অ্যান্ড্রোয়েড রুট কি তা নিয়েই আজ লেখা হবে।


রুট অর্থ হচ্ছে মুল বা শেকড় । অর্থাৎ কোন কিছু যেটা অথবা যার উপর নির্ভরশীল সেটাই রুট। আরেকটু সহজভাবে বললে যা কোন কিছু আকড়ে রাখে। রুট দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হয়ে থাকে।

বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটারের রুট বলতে অপারেটিং সিস্টেম কে বোঝানো হয় এবং অপারেটিং সিস্টেমের সকল ফাইলের উপর অ্যাক্সেস কে রুট অ্যাক্সেস বলা হয়।


ধরুন আপনার অ্যান্ড্রোয়েড চালিত একটি মোবাইল আছে এবং এটা দিয়ে আপনি প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কিং, গেমিং ইত্যাদি করে থাকেন, এখন যদি আমি রুটের পরিপ্রেক্ষিতে বলি তাহলে আপনার মোবাইলকে একটি বাড়ির সাথে তুলনা করা যায়  এবং আপনার ব্যবহৃত সকল ফিচারকে ঐ বাড়ির একটি মাত্র ঘরের সাথে তুলনা করা যায়। বুঝতেই পারছেন বাড়ি কিনেছেন কিন্তু আপনাকে চাবি দেওয়া হয়েছে মাত্র একটি ঘরের। বাকি ঘরগুলো তালাবদ্ধ। এখন যদি আপনি আপনার ডিভাইসটি রুট করে ফেলেন তাহলে আপনি আপনার ক্রয়কৃত বাড়ির প্রত্যেকটি ঘর ব্যবহার করতে পারবেন অর্থাৎ বাকি ঘরগুলোর চাবি আপনার হাতে এসে পরবে এবার আপনি যা ইচ্ছে করুন, আপনি এখন চাইলে আপনার বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, আরো জিনিসপত্র অন্যান্য রুমে রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি।  হয়তো কিছুটা বোঝা যাচ্ছে এখন।

অর্থাৎ আপনার ডিভাইসে রুট অ্যাক্সেস থাকে তাহলে অনেক কাজই আপনি করতে পারবেন যেগুলো নন-রুটেড অবস্থায় করা একদমই সম্ভব নয়। যেমনঃ
  • অপারেটিং সিস্টেম আপডেট করা।
  • রিসোর্স ইউজেস কমিয়ে পারফরমেন্স বৃদ্ধি করা।
  • অ্যাডব্লক করা। 
  • ডিভাইসটির ইউআই আরোও সুন্দর করে তোলা।   
  • ব্লটওয়্যার কেটে ফেলা।



কিভাবে রুট অ্যাক্সেস পাবেনঃ রুট অ্যাক্সেস নেয়ার সব থেকে সহজ এবং নিরাপদ উপায় হলো কাস্টম রিকোভারি ব্যবহার করে SuperSU ফ্ল্যাশ করা। এ নিয়ে বিস্তারিত লেখা হবে ইনশা আল্লাহ


সতর্কতাঃ রুট অ্যাক্সেস মানেই সকল ফাইলের পুরো অ্যাক্সেস নেয়া। কাজেই যেকোন ফাইল আপনি ডিলিট করতে পারবেন। ফলে কোন ভাইরাস বা ভুলবশত কোন সিস্টেম ফাইল ডিলিট হয়ে গেলে ডিভাইস বুট হবে না। 





-জায়েদ আহসান সা'দ

0 মন্তব্যসমূহ