প্রোগ্রামিং - পাইথন (সিন্টেক্স) - 01





আপনারা জেনে খুশি হবেন যে, আজ জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ "পাইথন" এর সিন্টেক্স নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ।

তো শুরু করা যাক!

সিন্টেক্সঃ প্রত্যেকটি ভাষার মতো পাইথনে কিছু পুর্বনির্ধারিত কীওয়ার্ড রয়েছে যেগুলো একটি নিয়মে ব্যবহার করতে হয়। আর এটাকেই সিন্টেক্স বলে;

পাইথন ৩+ এ ৩৩ টি কীওয়ার্ড রয়েছে, আপনি খুব সহজেই পাইথন কম্পাইলার এ help("keywords") লিখলেই দেখতে সকল কীওয়ার্ড পাবেন।

তবুও এখানে আমি কীওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছিঃ

  1.  import
  2. from
  3. class
  4. global
  5. True
  6. False
  7. None
  8. def
  9. del
  10. as
  11. if
  12. elif
  13. else
  14. and
  15. or
  16. not
  17. for
  18. while
  19. try
  20. except
  21. raise
  22. finally
  23. return
  24. break
  25. continue
  26. lambda
  27. nonlocal
  28. yield
  29. assert
  30. in
  31. is
  32. with
  33. pass


এসব কীওয়ার্ড এর কাজ এগুলোর অর্থের মতই যেমনঃ True অর্থাৎ শর্ত সত্য হলে। False অর্থাৎ শর্ত মিথ্যা হলে। কাজেই কীওয়ার্ড গুলোর বাংলা অর্থ খোঁজা শুরু করে দিন!

পরবর্তী পোস্টে এগুলোর কাজ নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ ।

পিসি নেই! সমস্যাও নেই Codepotro IDE এখানে কোড রান করুন [আপাতত help("keywords") এতটুকুই]

0 মন্তব্যসমূহ