আপনারা জেনে খুশি হবেন যে, আজ জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ "পাইথন" এর সিন্টেক্স নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ।
তো শুরু করা যাক!
সিন্টেক্সঃ প্রত্যেকটি ভাষার মতো পাইথনে কিছু পুর্বনির্ধারিত কীওয়ার্ড রয়েছে যেগুলো একটি নিয়মে ব্যবহার করতে হয়। আর এটাকেই সিন্টেক্স বলে;
পাইথন ৩+ এ ৩৩ টি কীওয়ার্ড রয়েছে, আপনি খুব সহজেই পাইথন কম্পাইলার এ help("keywords") লিখলেই দেখতে সকল কীওয়ার্ড পাবেন।
তবুও এখানে আমি কীওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছিঃ
- import
- from
- class
- global
- True
- False
- None
- def
- del
- as
- if
- elif
- else
- and
- or
- not
- for
- while
- try
- except
- raise
- finally
- return
- break
- continue
- lambda
- nonlocal
- yield
- assert
- in
- is
- with
- pass
এসব কীওয়ার্ড এর কাজ এগুলোর অর্থের মতই যেমনঃ True অর্থাৎ শর্ত সত্য হলে। False অর্থাৎ শর্ত মিথ্যা হলে। কাজেই কীওয়ার্ড গুলোর বাংলা অর্থ খোঁজা শুরু করে দিন!
পরবর্তী পোস্টে এগুলোর কাজ নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ ।
পিসি নেই! সমস্যাও নেই Codepotro IDE এখানে কোড রান করুন [আপাতত help("keywords") এতটুকুই]


0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন