প্রোগ্রামিং - পাইথন (ডেটা টাইপ্‌স) - কুইক হ্যাক ইঙ্কলুডেড - 02




 আজ পাইথন ডেটা টাইপ নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ।

ডেটা টাইপ কি?
ডেটা টাইপঃ ডেটা টাইপ হলো ডেটার প্রকারভেদ। আমরা যেমন বলে থাকি "এটা নাম্বার (১,২,৩)" , "এটা লেটার (A, B, C)"; ঠিক তেমনই।

কুইক হ্যাকঃ ডেটা টাইপ শনাক্ত করুন খুব সহজেই। Codepotro IDE তে গিয়ে Shell এ লিখুন type(আর নিচে দেওয়া আমার উদাহরণ গুলো)। যেমনঃ type(123)
 
তো পাইথনের ডেটা টাইপ ৪ ধরনেরঃ

  1. নিউমেরিক অর্থাৎ সঙ্খ্যাসূচক
  2. বুলিয়ান (কেবল ট্রু এবং ফল্‌স)
  3. সিকুয়েন্স
  4. ডিকশনারি
নিউমেরিকঃ বুঝতেই পারছেন সবই সংখ্যা বিষয়ক হবে।
  • ইন্টিজারঃ এটা পূর্ণ সখ্যা। অতএব কোন দশমিক থাকবে না। যেমনঃ 123 । কুইক হ্যাক অ্যাপ্লাই করুন।
  •   ফ্লোটঃ ভগ্নাংশ বা ফ্র্যাকশন। যেমনঃ 1.2। কুইক হ্যাক অ্যাপ্লাই করুন।
  • কমপ্লেক্স নম্বরঃ বাংলায় জটিল সংখ্যা, কাজের বেলাও তাই। যেমনঃ 6+4j। কুইক হ্যাক অ্যাপ্লাই করুন।

বুলিয়ানঃ কেবল ট্রু এবং ফল্‌স । উল্লেখ্য এখানে True এবং Falseএর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে।


সিকুয়েন্সঃ এ ডেটা টাইপে বিভিন্ন ডেটার মিশ্রন থাকবে। যেমন সংখ্যার সাথে লেটার।
এটার তিনটি ধরণ রয়েছে। যেমনঃ

  • স্ট্রিংঃ ক্যারেক্টারের একটি কালেকশন। একাধিক ক্যারেক্টারের কম্বিনেশন। স্ট্রিং লিখতে হলে '', "", """""" এর ভিতর লিখতে হয়। যেমনঃ "BTE", 'Test'। শনাক্ত করতে কুইক হ্যাক অ্যাপ্লাই করুন।
  • লিস্টঃ এটার নাম লিস্ট এবং কাজও লিস্ট করা অর্থাৎ ডেটার একটি কালেকশন। এটা লিখতে হলে থার্ড ব্র্যাকেট এর মধ্যে কমা দিয়ে ডেটা গুলো লিখতে হয়। যেমনঃ [1,2,3,4]
  • টাপলঃ লিস্টের মতই তবে থার্ড ব্র্যাকেট এর স্থলে ফার্স্ট ব্র্যাকেট হবে। এটার সুবিধা হলো ডিকশনারিতে এটা কী হিসেবে ব্যবহার করা যায়। যেমনঃ (1,2,3,4)
ডিকশনারিঃ এতে কী এবং এর ভ্যালু থাকে । অর্থাৎ আপনি আপনি কী লিখলে কী'র জন্য থাকা ভ্যালু টি পেয়ে যাবেন।
এটা লিখার নিয়মঃ সেকেন্ড ব্র্যাকেট + কী + কোলন + ভ্যালু, কী + কোলন + ভ্যালু ... +সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
যেমনঃ {1:"one", 2:"two", 3:"three"}।

শনাক্ত করতে কুইক হ্যাক অ্যাপ্লাই করুন।


বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন 

0 মন্তব্যসমূহ